ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬০

ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬০

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬০-এ দাঁড়িয়েছে। ১২ দিন আগে শুরু হওয়া এই সংঘাতে ইসরাইল থেকে প্রথমে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বোমা হামলা এবং পরে স্থল অভিযানে ট্যাংক থেকে সরাসরি বোমা হামলা ও রাতভর অভিযানের ফলে মৃতের সংখ্যা প্রতি মুহূর্তেই বেড়ে চলেছে। ২০ জুলাই (রোববার) সকালে বিভিন্ন হাসপাতালে ৩১টি মৃতদেহ পৌঁছেছে বলে হাসপাতাল সূত্রের ঊদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। গাজার পূর্বাঞ্চলের শহরগুলোতে অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছে প্রশাসন। রাতভর বোমা হামলার কারণে গৃহবন্দী হয়ে থাকা শতাধিক ব্যক্তি রোববার সকালেও বিভিন্ন অঞ্চল থেকে পায়ে হেঁটে গাজায় এসে পৌঁছেছেন এবং জানিয়েছেন সেখানকার পরিস্থিতির কথা। অব্যাহতভাবে ওই অঞ্চলগুলোতে বোমা হামলা চালানো হচ্ছে।

শনিবার ইসরাইল জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরাইলের আরো চারজন সেনা নিহত হওয়ায় এ পর্যন্ত সাতজন ইসরাইলির মৃত্যুর ঘটনা ঘটল।

আন্তর্জাতিক ডেস্ক