জীবননগর সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে ককটেল হামলা : আটক ৪
জামান আখতার,চুয়াডাঙ্গা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে বিজিবি চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ২০ জুলাই (রোববার) রাত আটটার দিকে এ ককটেল হামলার ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আলী হোসেনের ছেলে মুরাদ হোসেন (২৭), ওহাব মন্ডলের ছেলে আব্দুল মালেক (২৮), ইন্তাদুল হকের ছেলে ফলে হক (২০) ও তেতুল মন্ডলের ছেলে আব্দুল মোমিন (৪০)। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, রোববার রাতে সীমান্ত এলাকার ৬২ নম্বর মেইন পিলারের কাছে টহল দিচ্ছিলো বিজিবির একটি টহলদল। এসময় সংঘবদ্ধ একটি একদল চোরাচালানি বিজিবির টহলদলকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) শাখাওয়াত হোসেন বলেন, থানায় সোপর্দ করা চারজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে তাদের সকলকে সোমবার বেলা সাড়ে ১২টায় আদালতে সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা আদালতের পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের ওই চার আসামিকে আদালতের কারাকক্ষে আটক রাখা হয়েছে।