দামুড়হুদায় গরু ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাই
জামান আখতার,চুয়াডাঙ্গা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর-কাদিপুর সড়কে দূর্ধর্ষ ছিনতাই সংঘটিত হয়েছে। ২১ জুলাই (সোমবার) রাত সাড়ে আটটার দিকে একদল ছিনতাইকারি লোকনাথপুর-কাদিপুর সড়কের ইটভাটার কাছে ওৎ পেতে থেকে ছিনতাই সংঘটিত করে। ছিনতাইকারিরা ১০ জন গরু ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমান জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে পীরপুরকুল্লা গ্রামের ফয়জুল্লাহ হকের ছেলে আশাদুল হক, আনছার আলীর ছেলে বকুল হোসেন, রঘুনাথপুর গ্রামের মসলেম আলীর ছেলে ফারুক হোসেন, মুক্তার মন্ডলের ছেলে আব্দুল আলিমসহ আরো কয়েকজন ডুগডুগি হাট থেকে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এসময় ১২-১৪ জনের একদল ছিনতাইকারি লোকনাথপুর-কাদিপুরের রাস্তায় গাছ ফেলে ব্যারিকেট দিয়ে গতিরোধ করে গরু ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারিরা গরু ব্যবসায়ীদের মারধোরও করে। ওসি আরো জানান, এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত থানায় কেউ মামলা করেনি। রাতেই ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।