দায়িত্বে অবহেলার জন্য চুয়াডাঙ্গা সদর থানার এস আই সাময়িক বরখাস্ত
জামান আখতার,চুয়াডাঙ্গা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চুয়াডাঙ্গায় শিশু বাচ্চাকে দিয়ে বোমা উদ্ধার করানো এবং দায়িত্ব ও কর্তব্যে অবহেলার করায় চুয়াডাঙ্গা সদর থানার এস আই ফকির পান্নু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২২ জুলাই (মঙ্গলবার) সকালে এই সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, সম্প্রতি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভিতরে স্থানীয় জনগণ পরিত্যক্ত অবস্থায় একটি বোমা দেখে সেটি উদ্ধারের জন্য চুয়াডাঙ্গা সদর থানায় খবর দেয়। কর্তব্যরত অফিসার এস আই ফকির পান্নু মিয়া ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিজে উদ্ধার না করে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি অবুঝ শিশুকে দিয়ে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে স্থানীয় পত্র-পত্রিকায় এ নিয়ে সংবাদ ছাপা হয়। বিষয়টি পুলিশের উর্ধতন কর্তপক্ষের নজরে আসে এবং তদন্তে এ ঘটনার সত্যতা প্রমাণিত হয়। এ ঘটনায় এস আই ফকির পান্নু মিয়ার বিরুদ্ধে দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগ এনে প্রশাসনিক শাস্তি হিসাবে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।