আরও ২০ জনের মৃত্যুঃ গাজায় নিহতের সংখ্যা ৭২০
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর হামলায় নিহতের সংখ্যা সাতশ’ ছাড়িয়ে গেছে। ২৪ জুলাই (বৃহস্পতিবার) সকালে গাজায় ইসরাইলি আগ্রাসনে আরও অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক পরিবারের ছয় সদস্যও রয়েছেন। এ নিয়ে গত ১৭ দিনের ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা দাঁড়ালো ৭২০ জনে। আর এ সময়ে আহত হয়েছেন প্রায় ৪,৬০০ ফিলিস্তিনি। এছাড়া উদ্বাস্তু হয়ে জাতিসংঘের আশ্রয় কেন্দ্র ও খ্রিস্টানদের গির্জায় আশ্রয় নিয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। তবে এবারের হামলায় ইহুদিবাদী ইসরাইলও নজিরবিহীন ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। গাজা থেকে ছোড়া হামাসের রকেট হামলায় আজ বৃহস্পতিবার আরও দুই ইসরাইলি মারা গেছে।
এ পর্যন্ত ফিলিস্তিনির পক্ষে ৭০০ জনেরও বেশি নিহত হলেও ইসরায়েলের পক্ষে নিহত হয়েছেন মাত্র ৩৫ জন। এদের মধ্যে ৩২ সামরিক বাহিনীর সদস্য এবং বাকী তিনজন বেসামরিক নাগরিক, যারা হামাসের রকেট হামলায় নিহত হয়েছেন। এছাড়া আরও বহু সেনা এখনো নিখোঁজ রয়েছে, যাদেরকে হামাস যোদ্ধারা হত্যা করা হয়েছে বলে আশঙ্কা করছে ইসরাইল।
[সূত্র: বিবিসি অনলাইন।]
[সূত্র: বিবিসি অনলাইন।]