বগুড়ায় কোটিপতি ব্যবসায়ী অপহরণের আট ঘন্টা পর উদ্ধারঃ ৩ অপহরণকারী গ্রেফতার
চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ায় দিনের বেলায় শহর থেকে কোটিপতি ব্যবসায়ী অপহরণের ৮ ঘন্টা পর গোয়েন্দা পুলিশ অপহৃতকে উদ্ধার এবং এক মহিলাসহ ৩ অপহরণকারিকে গ্রেফতার করেছে।বগুড়া ডিবি পুলিশের ওসি মিজানুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০ টায় বগুড়ার সারিয়াকন্দির হাটফুলবাড়ি এলাকার মৃত নকিব উদ্দিনের ছেলে কোটিপতি ব্যবসায়ী আব্দুল রাজ্জাক(৬৭) শহরের বড়গোলায় ব্যবসায়ীক কাজে অপেক্ষা করছিলেন। এসময় বগুড়া সদরের নামুজা টেংরাবাজার এলাকার আব্দুল জোব্বারের ছেলে মামুন(৪৫), বগুড়া শহরের পুরানবগুড়ার ভোলা আকন্দের ছেলে জাহিদুল ইসলাম(৪৫) ও বগুড়ার শিবগঞ্জের মহাস্থান চিংগাসপুরের হাফিজার রহমানের মেয়ে স্বণালি আকতারি ব্যবসায়ী রাজ্জাককে বড়গোলা থেকে জোর করে একটি কালো মাইক্রোবাসে তুলে বগুড়া উপশহর এলাকায় নেয়। এরপর অপহরণকারিরা তার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি বগুড়া ডিবি পুলিশ জানতে পেরে ওসি মিজানুর রহমানের নেতৃত্বে এস আই শাহীন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ আজ সন্ধ্যায় অপহরণকারিদের দাবি অনুযায়ি কিছু টাকা বিকাশ করে কৌশলে মামুনকে নামুজা থেকে এবং অপর দু’জনকে উপশহর থেকে গ্রেফতার করে। এব্যাপারে রাতে সদর থানায় একটি মামলা করা হয়েছে।