ইবোলা ভাইরাসঃ পশ্চিম আফ্রিকার ৪টি দেশে মৃতের সংখ্যা ১ হাজার ১৩ জন
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ইবোলা ভাইরাসে এ পর্যন্ত এক হাজার ১৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ১ হাজার ৮শ’ ৪৮ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য থেকে এ কথা জানা গেছে। গিনি, লাইবেরিয়া, সিয়েরালিওন, নাইজেরিয়াসহ পশ্চিম আফ্রিকার চারটি দেশে মূলত ইবোলা ভাইরাস ছড়িয়েছে। এ চারটি দেশে গত ৭ থেকে ৯ আগস্ট ৫২ জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়। ইতিমধ্যেই ফ্রান্সের স্বাস্থ্যসেবা সংস্থা এমএসএফ ইবোলাকে ‘মহামারী‘ ঘোষণা দিয়েছে। অপরদিকে ইবোলা যাতে ছড়িয়ে পড়তে না পারে, এ জন্য দেশের সকল স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে লাইবেরিয়া সরকার। সিয়েরা লিওন নাইজেরিয়াসহ অন্যান্য দেশেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, জরুরি নয়, এমন সরকারি কর্মকর্তাদের ৩০ দিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। অবস্থা নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েনও করা হয়েছে দেশটিতে। ভাইরাসটি আক্রান্তের শরীরের স্পর্শ অথবা তরলের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে। ছড়িয়ে পড়তে পারে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সূঁচ থেকেও। তাই হুমকির মুখে রয়েছে হাসপাতাল কর্মীরাও।
উল্লেখ্য, ইবোলা মূলত ভাইরাস জ্বর। এটা প্রথম শনাক্ত হয় ১৯৭৬ সালে। এপর্যন্ত এই ভাইরাসের সংক্রামণে প্রায় হাজার জনের প্রাণহানি হয়েছে। প্রথম দিকে এই রোগে মৃত্যুর ঝুঁকি ৯০ ভাগ ছিল। এখন তা ৬০ ভাগে নেমে এসেছে।
[সূত্র: বিবিসি অনলাইন।]