এইচএসসিতে বগুড়ার ৫ সেরা প্রতিষ্ঠান
চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ এইচএসসিতে এবার রাজশাহী শিক্ষা বোর্ডে বগুড়ার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান সেরা ২০ এর মধ্যে স্থান পেয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে বোর্ডে তৃতীয় হয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং চতুর্থস্থান হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ নবম, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ ১১তম এবং পল্লী উন্নয়ন ল্যাবরেটরি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ১৭তম স্থান লাভ করেছে। বগুড়া সরকারি আযিযুল হক কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলো এক হাজার ৪৯২জন; এরমধ্যে এক হাজার ৪৬৬জন পাশ করেছে। এই প্রতিষ্ঠান থেকে এবার জিপিএ ৫ পেয়েছে মোট ৯২৩ জন। বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শিরিনা এনাম বলেন, বিগত দু‘বছরের তুলনায় এবার এইচএসসিতে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। আগামী বছর এই কলেজের ফলাফল যেন আরও ভালো হয় সেজন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলো ৬৯৭জন; এরমধ্যে পাশ করেছে ৬৯৪জন। এবার এই প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে মোট ৪০৬জন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো. জহিরুল ইসলাম তার অভিব্যক্তিতে বলেন, আমরা শিক্ষা বোর্ডে চতুর্থস্থান লাভ করলেও প্রত্যাশা আরও ওপরে যাওয়ার। আগামীতে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষাবোর্ডে এবার নবম স্থান দখল করা বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) পাবলিক স্কুল অ্যাণ্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ২৬৫জন শিক্ষার্থী। এরমধ্যে শতভাগ পাশ করে এবং জিপিএ ৫ পেয়েছে ১৬৭জন। বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যাণ্ড কলেজ এবারই প্রথম শিক্ষা বোর্ডে ১১তম স্থান দখল করেছে। এই প্রতিষ্ঠান থেকে এবার ৩০০জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ২৯৯জন পাশ করেছে এবং জিপিএ ৫ পেয়েছে ১৪৮জন। বগুড়া পল্লী উন্নয়ন ল্যাবরেটরি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবার ১৭তম স্থান দখল করেছে। এবার এই প্রতিষ্ঠান থেকে মোট ১৮৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ১৮৬জন পাশ করেছে এবং জিপিএ ৫ পেয়েছে ৮৯জন।