৬৬ লক্ষাধিক পরিবার ৪ দিন ধরে পানি বন্দিঃ সরকারী সাহায্যের দেখা নেই!
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ লালমনিরহাটের তিস্তা ও ধরলার ৬৬টি চরের লক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে। রাস্তাঘাট ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চারদিন ধরে ওইসব পরিবার পানিবন্দি অবস্থায় থাকলেও সরকারী কোনো সাহায্যে তারা পায়নি। পানির কারণে হাতীবান্ধা উপজেলার তিস্তার তীরবর্তী ৭টি প্রাথমিক বিদ্যালয়ের সোমবারের নির্ধারিত পরীক্ষাও অনুষ্ঠিত হতে পারেনি। সোমবার সারা দিনেও তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাতিবান্ধা উপজেলার চর গড্ডিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি তিস্তার পানিতে নিমজ্জিত। ওই পানি গিয়ে ক্লাস রুমে ঢুকে পড়ায় সোমবারের নির্ধারিত পরীক্ষাও বন্ধ রাখা হয়েছে। একই অবস্থা উপজেলার ডাউয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ডাউয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিসামত লোহানী সরকারি বিদ্যালয় ও চর সিন্দুর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। হাতীবান্ধা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার (এটিও) রিয়াজুল ইসলাম জানান, উপজেলার কয়েকটি বিদ্যালয় বন্যা কবলিত হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে পরীক্ষা আরো পিছানো হবে।
এদিকে জেলার ৬৬টি লক্ষাধিক পরিবার গত তিন দিন ধরে পানি বন্দি হয়ে থাকলেও এখন পর্যন্ত কোন প্রকার সাহায্য সহযোগিতা জুটেনি ওই সব পরিবারের ভাগ্যে। এ ব্যাপারে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি,আই,ও) উত্তম কুমার নন্দি সাংবাদিকদের বলেন, “বন্যা কবলিত এ উপজেলার ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে ত্রান এলে তা বিতরণ করা হবে।”