ইরাকে মসজিদে সশস্ত্র জঙ্গিদের হামলাঃ নিহত ৭৩,আহত শতাধিক
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ইরাকের পূর্বাঞ্চলে একটি মসজিদে সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। ২২ আগস্ট (শুক্রবার) দিয়ালা প্রদেশের বাকুবা শহরে সুন্নি সম্প্রদায়ের একটি মসজিদে শিয়াপন্থি জঙ্গিরা গুলি চালালে এ ঘটনা ঘটে। এত আহত হয়েছেন আরো শতাধিক লোক। সংবাদ সংস্থা আলজাজিরার রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে বোমা হামলায় কয়েকজন শিয়াপন্থি মারা যাওয়ায় পাল্টা এ হামলা চালানো হতে পারে। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি।
এদিকে জাতিগত এ সংঘাতে সে দেশে নতুন প্রধানমন্ত্রী মধ্যপন্থি শিয়া নেতা হায়দার-আল-আদাবির সরকার গঠনের পথে বাধা সৃষ্টি হতে পারে। এই সরকার গঠনের মাধ্যমে ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে ইরাকিদের ঐক্যবদ্ধ করা হবে বলে আশা করা হচ্ছে। সুন্নি বিদ্রোহীদের এ গ্রুপ ইরাকের অনেক এলাকা দখল করে রেখেছে।