স্বর্ণের দাম কমলো

স্বর্ণের দাম কমলো

সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ প্রতি ভরি ভালো মানের সোনার দর ১ হাজার ২২৫ ঢাকা কমিয়ে ৪৭ হাজার ১৮১ টাকা এবং অন্যান্য মানের সোনার দামও ভরিতে ১ হাজার টাকার বেশি কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ২৪ আগস্ট (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দেয় সংগঠনটি।  ২৫ আগস্ট (সোমবার) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানায় বাজুস। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে সোনার দর কমানো হয়েছে বলে জানান বাজুস নেতারা।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১৮১ টাকা (প্রতি গ্রাম ৪০৪৫ টাকা), ২১ ক্যারেট ৪৫ হাজার ৪৬ টাকা ৩৬ পয়সা এবং ১৮ ক্যারেটের দাম নির্ধারণ হয়েছে ৩৮ হাজার ৪৫৬ টাকা ২০ পয়সা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে ২৬ হাজার ২৪৪ টাকা ভরি হয়েছে। তবে রুপার দাম প্রতি ভরি ১ হাজার ১৬৬ টাকা অপরিবর্তিত রয়েছে।

বিশেষ প্রতিনিধি

Related articles