শিক্ষা বোর্ডের নির্দেশ অমান্যঃ এসওএস হারম্যান মেইনার কলেজের একাডেমিক কার্যক্রম স্থগিত
চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ শিক্ষা বোর্ডের নির্দেশ অমান্য করায় বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজ এর একাডেমিক কার্যক্রম স্থগিত করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
শিক্ষা মন্ত্রনালয়ের স্মারক নং শিম/শাঃ৯/অভি-৩/২০১৩/৫৯ এবং শিম/শাঃ৯/অভি-৩/২০১৩/২৩৬(ক) মোতাবেক তদন্তে জানান হয় জঙ্গি তৎপরতা, রাষ্ট্র এবং সরকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থেকে কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম ও সভাপতি জহিরুল ইসলাম কাজ করে যাচ্ছিল। এর প্রতিবাদ করায় কলেজের প্রগতিশীল শিক্ষক মাসউদ করিম, অমরেশ মূখার্জ্জী এবং গোলাম মর্তূজাকে বিধি বহির্ভ’ত ভাবে বরখাস্ত করা হয়। পরে তারা এব্যাপরে শিক্ষা, আইন, সমাজ কল্যাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানায়। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ড এই ঘটনার তদন্ত করে জানতে পারে, কলেজের অধ্যক্ষ এবং সভাপতি জঙ্গী তৎপরতার জড়িত। পরে ৫ আগস্ট ২০১৪ শিক্ষা মন্ত্রানালয়ের নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ড অবৈধভাবে বরখাস্তকৃত শিক্ষকদের পত্র প্রাপ্তির ৭ কর্ম দিবসের মধ্যে স্বপদে পুনর্বহালের নির্দেশ দেয়। কিন্তু এসময়ের মধ্যে নির্দেশ অমান্য করায় রাজশাহী শিক্ষা বোর্ড তাদের একাডেমিক স্বীকৃতি স্থগিত করে। এব্যাপরে ২৮ আগস্ট (বৃহস্পতিবার) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা, জেলা প্রশাসক বগুড়া, কলেজ অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশ পাঠানো হয়। কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম স্থগিত পত্র পাওয়ার কথা স্বীকার করেন।