কল্পকথা (ফারহানা খানম)
—-কল্পকথা—-
****ফারহানা খানম****
=============================================================
সারারাতের না বলা কথামালাগুলো
দানা বাঁধে শিশির আর
ফুলের কেশরে
রঙধুনূর রঙে,—
গল্পবৃক্ষ জুড়ে অজস্র কল্পকথা
ভোরের চিবুকে দুরন্ত কৌতূহল।
>>>
মায়াবী রোদ্দুরে কামভ্রষ্ট মৌমাছি অবাক
বিস্ময়ে দেখে
ফুলের মসৃণ ত্বকে কালশিটে,
যেন অনন্ত সমুদ্র গর্জন।
চারপাশ জুড়ে তখন জীবনের চাঞ্চল্য
আর সূক্ষ্ম
নীরবতার অনিশ্চিত মুহুর্ত
সকালটা অটল দাঁড়িয়ে থাকে
দুপুরের অপেক্ষায়।
>>>
উদ্বায়ী বাতাস শিশিরকে লুফে নিলে
ঘাসের
বুকে শুকনো জলের রেখায় ফুটে থাকে
রাতের কাছে গচ্ছিত রাখা
সব রুপকথাময় গল্প…
____________________________________________________________