বেড়ে গেছে মোবাইল ফোনের কল রেট
রিয়াদ হাসান,এসবিডি নিউজ24 ডট কমঃ মোবাইলে কথা বলার খরচ বেড়ে গেছে। ‘উন্নয়ন সারচার্জ’ নামে মোবাইল অপারেটরদের আয়ের ওপর নতুন করে কর বসানোয় এই খরচ বেড়েছে বলে জানা গেছে। যদিও কাগজে কলমে এই কর মোবাইল অপারেটরদের দেয়ার কথা থাকলেও মোবাইল কোম্পানিগুলো করের বোঝা গ্রাহকদের ওপরেই চাপিয়ে দিয়েছে। এর ফলে ১ সেপ্টেম্বর (সোমবার) থেকে মোবাইলে কথা বলার খরচ বেড়ে যায়। এই ‘উন্নয়ন সারচার্জ’ এর মাধ্যমে প্রতি বছর প্রায় ২৫০ কোটি টাকা কর আদায়ের আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মূলত মোবাইল সেবার বিনিময়ে প্রাপ্ত সমুদয় মূল্যের ওপর ১ শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আরোপ করা হলেও মোবাইল অপারেটররা এই কর গ্রাহকদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ‘উন্নয়ন সারচার্জ’ এর নাম প্রথমে ‘শিক্ষা উন্নয়ন সারচার্জ’ রাখা হলেও পরবর্তী সময়ে অর্থমন্ত্রীর আপত্তির কারণে তা বদল করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাজেট পাসের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মোবাইল সিমকার্ডে প্রতিদিন ১ টাকা হারে মাসে ৩০ টাকা সারচার্জ আরোপের প্রস্তাব করেন। আয়কৃত ৪ হাজার কোটি টাকা শিক্ষা উন্নয়নে ব্যয় করা হবে বলে উদ্যোগ নেয়া হয়েছিলো। কিন্তু এই কর দেশের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা সৃষ্টি করবে বলে এই উদ্যোগ বাতিল করা হয়।