ঢাকা ছাড়া সকল জেলায় প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঢাকা ছাড়া সকল মহানগর ও জেলায় প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। ৩ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের দুর্নীতি মামলায় খালেদা জিয়া বুধবার রাজধানীর বকশি বাজারের অস্থায়ী আদালতে হাজিরা দিতে যান। নেত্রীকে দেখার জন্য সেখানে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছিলেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। একইভাবে বগুড়া জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ হামলা চালিয়ে দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান। রিজভী বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হামলায় বিএনপির ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া বগুড়ায় ৪ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।