বগুড়ার সোনাতলায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু,আহত ৫
চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার সোনাতলায় ৬ সেপ্টেম্বর (শনিবার) ৬ বন্ধু যমুনা নদীতে তৌড়া দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর ৫ বন্ধু। আহতদেরকে দেখতে ওই এলাকায় শতশত উৎসুক জনতা ভীড় জমাচ্ছে।
শনিবার সকাল ১০টায় বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামের ৬ বন্ধু মিলে শখ করে পাকুল্লা মির্জাপুর (রাধাকান্তপুর) এলাকায় যমুনা নদীতে মাছ ধরতে যায়। সেখানে ওই ৬ বন্ধু ঘন্টা দুয়েক মাছ ধরার এক পর্যায়ে তারা ৬ বন্ধু তিনটি তৌড়া জাল নিয়ে যমুনা নদীতে টানা দেওয়ার এক পর্যায়ে পানিতে ডুবে যায় ওই গ্রামের বুলু মন্ডলের পুত্র ও সৈয়দ আহম্মদ কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র মোঃ সিরাজুল ইসলাম সিনারুল (১৯)। এরপর পানিতে ডুবিয়ে যাওয়া বন্ধু সিনারুলকে তার অপর ৫ বন্ধু উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে। এসময় তারাও অজ্ঞাত কারণে পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এসে ওই ৫ জনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করলেও আগে ডুবিয়ে যাওয়া সিনারুকে এলাকাবাসী ওই ঘটনার প্রায় ৪০ মিনিট পর প্রায় ৪০/৫০ফুট পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আহতরা হচ্ছে একই গ্রামের লুৎফর রহমান মন্ডলের পুত্র ও সৈয়দ আহম্মদ কলেজের অনার্স ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্র আকতার হোসেন (২৭), সলিম উদ্দিনের পুত্র রুবেল মিয়া (২৪), আফছার সরকারের পুত্র শাহ আলমগীর (২৫), তোতা মন্ডলের পুত্র সজিব মিয়া (২২), আফছার সরকারের পুত্র উজ্জল মিয়া (২৫)। কলেজ ছাত্রের অকাল মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে।