জানালা (ফারহানা খানম)

জানালা (ফারহানা খানম)
কবি: ফারহানা খানম।

——জানালা——

~~~ফারহানা খানম~~~

***************************************************************************************

এ ঘরে একটিই জানালা শার্শি বা পর্দা নেই
ঘন বর্ষায় তুমুল বৃষ্টির ছাঁট ভিজিয়ে দিত সব
শীতের বরফিকাটা রোদে শুকোতাম ভেজা চুল আর,
ওমে তাঁতিয়ে নিতাম ন্যাতানো স্বপ্নগুলো,
>>>

মাঝে মধ্যে বাতাসের উচ্ছ্বাসে আমিও হাওয়ার মতো
বন্য হয়ে উঠি অধীর দুঃখে।

>>>

গেল পুর্নিমায়
নকশিকাটা জ্যোৎস্নার সাথে হাস্নাহেনার ঘ্রাণে
ভেতরর নদীটা উপচে পরেছিল জলে,
অচেনা সাপুড়ের বীণে; ফণা তুলেছিল নিভৃত সত্ত্বা
তখনই,
অঙ্গের বিভঙ্গে ফুটে ওঠে
অপুর্ব সব নাচের মুদ্রা।

>>>

ঘরময় নীলাভ আলো , হঠাৎ হুঙ্কার কানে আসে;
দেখি
মেঝেতে ছড়ানো খাবার
খুব যত্নে সাজানো খাবার ইতস্তত ছড়ানো মেঝেতে ,
পলায়নপর বেড়ালটার নীল দৃষ্টিতে অনুকম্পা !

>>>

ঘরটা একার নয়
জোৎস্না কিংবা বর্ষায় তার বড্ড বিরক্তি
তাই আজ অব্দি ,
হুঙ্কারটা ঝুলে আছে অভেদ্য পর্দা হয়ে।

অতিথি লেখক