তুমি পাথর না পাখি (অনুপমা অপরাজিতা)
~~~তুমি পাথর না পাখি~~~
—–অনুপমা অপরাজিতা—–
**********************************************************************************************
ডাকিনি তোমাকে সম্বিতে বা মৌনতায়
উন্মত্ত উত্তাল একটা সময়ে
তুমি নিজেই এসেছো
তোমাকে ছোঁবার আগেই স্পর্শ করেছো
যুগল আঁখিপাত কখনো শব্দে কখনো
নিশব্দের অতলে ভেঙেছো আমার গ্লানির
পৃথিবী মস্তিস্কের পরতে পরতে লেগে থাকা
মলিন বিষাদে চাষ করেছো প্রেরণার ফসিল
সিল্কি মসৃন স্বপ্নের ভার তুলে দিয়েছো
অনাড়ম্বর আয়োজনে
আমি শুভ্র রূপোলি কারুকাজসম সাজাই
বিরান মনোভূম বিশুদ্ধ বৃষ্টির জলধারা
ভেবে মেঘকণাকে আহ্বান করি প্রিয়ময়
করে তুলি গাঢ় রোদন উড়বার আকাঙ্ক্ষা
দিয়েছো বোধে পালক দাওনি
পাঁজরে তবুও উড়ি একটু বাতাসে
কিংবা একচিলতে আকাশে ঘুমের ঘোরে
ঝরাপালক হ’য়ে উড়ি আর
তোমার ছলনাকে সাজাই নতুন কবিতায়।
________________________________________________________________
________________________________________________________________