নিষিদ্ধ হলেন সাঈদ আজমল
ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃঅবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের তারকা অফ স্পিনার সাঈদ আজমল। ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটে আজমলের বল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে। গেল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে আজমলের সন্দেহজনক বোলিং অ্যাকশন ধরা পড়ে। এরপর অস্ট্রেলিয়ার বিসবেনে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। সেখানে একজন বায়ো মেকানিক বিশেষজ্ঞ তার ডেলিভারিগুলো পরীক্ষা করেন। পরীক্ষায় আজমলের বোলিং অ্যাকশনে সমস্যা ধরা পড়ে। বিশ্লেষণ করে দেখা যায়, আজমলের সবগুলো ডেলিভারি ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়, যা আইসিসির রেগুলেশনের সহনশীলতার ঊর্ধ্বে। তবে আজমল তার বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে তা পুনঃপরীক্ষার জন্য আইসিসির কাছে আবেদন করতে পারবেন। এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, এক নিরপেক্ষ বিশ্লেষণে দেখা যায়, আজমলের বোলিং অ্যাকশন বৈধ নয়। আর সে কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ক্ষেত্রে তার ওপর দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, আজমলের সবগুলো ডেলিভারি ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়, যা আইসিসির রেগুলেশনের সহনশীলতার ঊর্ধ্বে। সাম্প্রতিক বছরগুলোতে আজমল পাকিস্তানের নির্ভরশীল বোলারে পরিণত হয়েছেন। সব ধরনের ক্রিকেটে তিন বছর ধরে তিনি সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ওয়ানডে র্যাঙ্কিংয়ে তিনি বিশ্বসেরা বোলার। টেস্ট ও টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়েও শীর্ষ দশে রয়েছেন।পাকিস্তানের হয়ে আজমল ৩৫ টেস্টে ১৭৮ উইকেট নিয়েছেন। ১১১ ওয়ানডেতে নিয়েছেন ১৮৩ উইকেট এবং ৬৩টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮৫ উইকেট। এর আগে ২০০৯ সালে তার দুসরা বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি সন্দেহ প্রকাশ করে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড়পত্র পান তিনি। কিন্তু এবার বোলিং অ্যাকশন পরীক্ষায় আর উতরে যেতে পারেননি তিনি। গেল কয়েক মাসে শ্রীলঙ্কার সচিত্র সেনানায়েকে ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছেন। এবার নিষিদ্ধ হলেন আজমল।