পর্দা উঠল ১৭তম এশিয়ান গেমসের
ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ সব জল্পনা-কল্পনার অবসান হলো। দক্ষিণ কোরিয়ার ইনচনের মেইন স্টেডিয়ামে দুই ঘণ্টার জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ১৭তম এশিয়ান গেমসের পর্দা উঠল। অনুষ্ঠানের বড় চমক ছিল গ্যাংনাম স্টাইল-খ্যাত গায়ক ও ড্যান্সার সাই। নিজের গান গাইলেন তিনি। সঙ্গে নাচলেনও। উপস্থিত দর্শকরা হয়েছেন বিনোদিত! উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়। এবারের বর্ণাঢ্য এশিয়ান গেমসের উদ্বোধন করেন দক্ষিণ কোরিয়ার ইনচনের সিটি মেয়র ইং জিওং বাক। স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট থমাস বাখা। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকী। এ নিয়ে তৃতীয় বারের মতো এশিয়ান গেমসের আয়োজন করছে দক্ষিণ কোরিয়া। ১৯৮৬ সালে সিউলে প্রথম বারের মতো এই গেমসের আয়োজন করে তারা। সেই টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে মান রেখেছিল। ঝুলিতে জমা করে ৯৩টি স্বর্ণসহ ২২৪টি পদক। আর পদক-তালিকায় তাদের অবস্থান দ্বিতীয়। এরপর ২০০২ সালের বুশান শহরে দ্বিতীয় বার এশিয়ান গেমসের আয়োজকের ভূমিকা পালন করে কোরিয়া। যথারীতি পদক তালিকায় অবস্থান দ্বিতীয়! তাই ক্রীড়াবোদ্ধরা প্রশ্ন তুলেছেন, এবারও (২০১৪ সাল) কি কোরিয়ানরা দ্বিতীয় অবস্থান নিয়েই সন্তুষ্ট থাকতে চাইবে। এটি হলেও বা কম কীসে? এর চেয়ে নিচের সারিতে চলে গেলে বরং তাদের মান ক্ষুণ্ণ হবে। এবারের এই টুর্নামেন্টে ১.৬২ বিলিয়ন ডলার খরচ করবে দক্ষিণ কোরিয়া। প্রতিবেশী রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে বৈরী সম্পর্ক দূর করার জন্য এবারের এশিয়ান গেমসের মাসকট তৈরি করা হয়েছে। তিন রঙের মাসকটের নাম বারামে, ভিচুওন ও চুমোরো। এর রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ। মাসকটের প্রথমটির অর্থ হচ্ছে শক্তিশালী বাতাস। দ্বিতীয়টি নাচ। আর তৃতীয়টির অর্থ শান্তি।
উল্লেখ্য, এবারের এশিয়ান গেমসে অংশ নিচ্ছে এশিয়ার ৪৫টি দেশ। ৩৬টি ডিসিপ্লিনে ৪৩৯টি ইভেন্টে হবে পদকের জন্য লড়বেন ৯ হাজার ক্রীড়াবিদ। বাংলাদেশ অংশ নিচ্ছে ১৩টি ডিসিপ্লিনে।