বগুড়ায় নানা আয়োজনে শনিবার থেকে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী বাংলাদেশ কবি সম্মেলন
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নানা আয়োজনের মধ্যে দিয়ে বগুড়ায় শনিবার সকালে শুরু হচ্ছে ২দিন ব্যাপী বাংলাদেশ কবি সম্মেলন। পৃথিবী ব্যাপী আন্তর্জাতিক এই কবি সম্মেলন উপলক্ষে বগুড়ায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় বগুড়া শহরের উডবার্ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করবেন বজলুল করিম বাহার। প্রধান অতিথি থাকবেন কবি মাকিদ হায়দার। বিশেষ অতিথি কবি ও গবেষক ড. মাহবুব সাদিক, কবি মুহম্মদ শহীদুল্লাহ, কবি সম্পাদক রেজাউল করিম চৌধুরী, কবিকুঞ্জ রাজশাহী’র সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার। সভাপতিত্ব করবেন, বাংলাদেশ কবি সম্মেলন উদযাপন পরিষদের আহব্বায়ক শাহ মোঃ আখতারুজ্জামান ডিউক, স্বাগত বক্তব্য রাখবেন সদস্য সচিব তৌফিক হাসান ময়না ও হান্ড্রেড টিপিসি অব বাংলাদেশের প্রতিনিধি চপল সাহা এবং বিভিন্ন জেলার কবিবৃন্দ। শনিবার উদ্বোধনের পর, আলোচনা সভা, বিভিন্ন জেলার কবিদের নিয়ে কবিতা পাঠ, বগুড়ার কবিদের কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও গান অনুষ্ঠিত হবে। পরের দিন রোববার বগুড়ার মহাস্থানগড়ে সেমিনার, বাউলগান ও কবিতার আসর অনুষ্ঠিত হবে। সেমিনার উপস্থাপন করবেন শোয়েব শাহরিয়ার। বাংলাদেশ কবি সম্মেলন উদযাপন পরিষদের আহব্বায়ক শাহ আখতারুজ্জামান ডিউক জানান, আমাদের সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। শনিবার আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে কবি সম্মেলন শুরু হবে। সদস্য সচিব তৌফিক হাসান ময়না জানান, সারা বিশ্বে মানবতা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে আমাদের আয়োজন চলছে। দুই দিন ব্যাপী নান্দনিক আয়োজন থাকবে।
হান্ড্রেড টিপিসি অব বাংলাদেশের প্রতিনিধি চপল সাহা জানান, শান্তি ও কল্যাণের জন্য একযোগে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় ২ সহস্রাধিক শহরে কবি সম্মেলন পালন করা হবে ২৭ সেপ্টেম্বর। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সম্মেলনটি বগুড়ায় অনুষ্ঠিত হবে।