আওয়ামী লীগের লোকজন আজ লাগামহীনঃ খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ক্ষমতা চিরস্থায়ী করতেই আওয়ামী লীগ সরকার বিশ্বদরবারে জঙ্গিবাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২৯ নভেম্বর (সোমবার) রাতে নিজের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রামু ট্র্যাজেডি স্মরণে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক সুশীল বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি গৌতম চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকমল বড়ুয়াসহ প্রায় অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তি।