বিএনপিতে সারেক, যেকোনো দিন ফিরছেন হুদা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে ফিরছেন ব্যারিস্টার নাজমুল হুদা। চলতি সপ্তাহের যেকোনো সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে তিনি দলটিতে যোগ দেবেন। বিএনপির দপ্তর সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ২ অক্টোবর (বৃহস্পতিবার) জাতীয় পার্টির একজন সাবেক সংসদ সদস্যও বিএনপিতে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে একই সূত্র।
বিএনপিতে যোগদানের জন্য সাবেক মন্ত্রী কাজী কাদেরের নাতি ও সাবেক এমপি কাজী ফারুক কাদেরের ছেলে কাজী সারেক কাদেরকে স্বাগতম জানিয়েছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি। এ সময় খালেদা জিয়া তাকে স্বাগত জানিয়ে বলেন, “আপনার এই যোগদানের মধ্য দিয়ে আপনার নিজ এলাকায় (নীলফামারী) বিএনপি আরও শক্তিশালী হবে এবং বিএনপির কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে আমি বিশ্বাস করি।” এ সময় খালেদা জিয়ার সাথে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, বিএনপির সাবেক এমপি বিলকিস ইসলাম প্রমুখ। সারেক কাদের জাপার সাবেক মন্ত্রী কাজী কাদেরের নাতি এবং সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদেরে ছেলে।
বিএনপি সূত্র জানায়, সারেক কাদের বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে কাজ করবেন।