পবিত্র ঈদুল আজহা আজ
পুলক চৌধুরী,শহিদুল ইলাম,রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ এবার জাতীয় ঈদগাসহ রাজধানীর ৫৬৮ স্থানে ৬৫২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীর প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীর সার্বিক নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ জানিয়েছেন, জাতীয় ঈদগা মাঠসহ নগরীতে অনুষ্ঠেয় ৬৫২টি ঈদের জামাতে পুলিশের বিশেষ নিরাপত্তা দেয়া হবে। তিনি আরো বলেন, জাতীয় ঈদগা মাঠে ডিএমপির কন্ট্রোল রুম, লস্ট অ্যান্ড ফাউন্ড এবং জরুরি চিকিৎসাকেন্দ্র, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিমসহ সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে নজরদারি করছে পুলিশ। অন্যদিকে চট্টগ্রাম সিটিতে ২৪৬টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ১৫৩ স্থানে এবং ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে ৯৩টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদ-উল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত রয়েছে জাতীয় ঈদগাহ। এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানের সকল প্রস্তুতি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অর্থায়নে জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান পেয়ারু এন্ড সন্স। জাতীয় ঈদ ময়দান ও এর আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি সূত্রে জানা গেছে, ঈদুল আজহার জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে সকল নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি শেষ করা হয়েছে। আরও দু’দিন আগে থেকেই পুলিশ ও র্যাব সদস্যরা ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত হয়েছেন। প্রতিদিনই মেটাল ডিটেক্টর দিয়ে ঈদগাহ ময়দানের প্রতিটি জায়গা তল্লাশি করা হচ্ছে। এবার র্যাব ও ডিএমপির আলাদা দুটি নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সার্বিক নিরাপত্তা তদারকি করা হবে। শুধু ঈদগাহ মাঠে বসানো হয়েছে ৬৪টি ক্লোজড-সার্কিট (সিসি) ক্যামেরা।