বর্জ্য সরাতে কাজ করছে ১৩ হাজার কর্মী
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানী থেকে ৪৮ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য সরাতে কাজ শুরু করেছে দুই সিটি কর্পোরেশন। ৬ অক্টোবর (সোমবার) ঈদের সকাল থেকেই রাজধানীকে বর্জ্যমুক্ত করতে ময়লার গাড়ি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে মাঠে নেমেছেন প্রায় ১৩ হাজার কর্মী। দ্রুততম সময়ে ঢাকা থেকে প্রায় ৪৪ হাজার টন বর্জ্য সরাতে দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।
কর্মকর্তারা জানান, দুর্গন্ধ ছড়ানোর মাত্রা কমিয়ে আনতে এ বছর বিশেষ ধরনের পলিব্যাগ ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। সিটি কর্পোরেশনের কর্মীরা ময়লার গাড়ি ও জীবানুনাশক নিয়ে এলাকায় এলাকায় ঘুরে বর্জ্য সংগ্রহ করে পাঠাচ্ছেন ডাম্পিং স্টেশনে। তবে পশুর হাটের খুঁটি না সরানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা। তিনি বলেন, “হাট ইজারাদারদের বারবার তাগিদ দেয়ার পরও তারা খুঁটিগুলো সরায়নি।” তিনি জানান, পশুর বর্জ্য যত্রতত্র না ফেলতে ঈদের আগে দুদিন মাইকিং ও লিফলেট বিতরণ করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।