বগুড়ার নন্দীগ্রাম থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব
চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বুধবার বিকেল ৫টায় র্যাব-১২, ক্রাইম প্রিভেনশন, বগুড়া হতে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার নন্দীগ্রাম থেকে কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি সহ ২ জনকে আটক করেছে।
উপজেলার আমড়া গোহাইল গ্রামের হাটকড়ই জনৈক সোহেল এর বাড়ির বসত ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ সোহেল(৩০), পিতাঃ মোঃ চাঁন মিয়া, সাং- আমড়া গোহাইল, পোঃ- কড়ই হাট, ২। শ্রী খোকন চন্দ্র মহন্ত (৩২), পিতাঃ শ্রী নিপেন চন্দ্র মহন্ত, সাং-চাঁনপুর, উভয় থানা- নন্দীগ্রাম, জেলা- বগুড়াদ্বয়কে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত ১নং আসামীর বসত ঘর হইতে ১টি কালো রঙের কষ্টি পাথরের মূর্তিসহ (যার ওজন ১৫ কেজি প্রায়) তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা। ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবত মূর্তি কালোবাজারীর মাধ্যমে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে মালামাল ও আসামী বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় হস্তান্তর পূর্বক অভিযোগ দায়ের করা হয়েছে।