নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষঃ নিহত ৩৩,আহত ২১
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। আহতদের সবার অবস্থাই গুরুতর। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ২০ অক্টোবর (সোমবার) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুরমোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-এবাদ(৪৫), শরীফ (৩০). লাবু (৩৫), আতিকা (২৩), আলাল (৫৫), আয়নাল (৩৫), আলম চালক (৪০), আতাহার (৪৫), রববেল (৫০), আলম (৩২) ও কৃষ্ণপদ (৫৫)। বনপাড়া মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ হাসান জানান, ঢাকা থেকে আসা কেয়া পরিবহনের একটি বাস ও নাটোর থেকে সিরাজগঞ্জমুখী একটি লোকাল বাস রেজুর মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লোকাল বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২৮ জনের মৃত্যু হয়। পরে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। লোকাল বাসটির যাত্রীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিহত যাত্রীদের বেশিরভাগের বাড়ি জেলার কৈলাশপুর থানার সিধুলী ও গুরুদাসপুর উপজেলার তারানগর গ্রামে। দুর্ঘটনার পরপরই আহতদের ২৪ জনকে বড়াইগ্রাম হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে গুরুতর অবস্থায় আটজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের রাজাকার মোড় এলাকায় কেয়া পরিবহন ও অথৈ পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। কেয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল আর অথৈ পরিবহনের বাসটি নাটোর থেকে গুরুদাশপুর যাচ্ছিল। বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সুকোমল বলেন, তাঁরা অন্তত ৩৩টি লাশ হাইওয়ে থানায় পাঠিয়েছেন। আহত যাত্রীদের বনপাড়া আমেনা হাসপাতাল, পাটোয়ারী হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।