অটোয়ায় পার্লামেন্টের ভেতরে-বাইরে গুলিঃ প্রধানমন্ত্রী এখনও নিরাপদ
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ কানাডার অটোয়ায় পার্লামেন্টের ভেতরে-বাইরে কয়েকটি গুলি চালিয়েছে এক বন্দুকধারী। তবে প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার নিরাপদে আছেন বলে তার দফতরের যোগাযোগ বিষয়ক পরিচালক নিশ্চিত করেছেন। অটোয়া পুলিশ ২২ অক্টোবর (বুধবার) এক ট্যুইটে জানায়, সকাল ৯টা ৫২ মিনিটে ওয়ার মেমোরিয়ালে গুলি হয়েছে। এতে একজন আহত হয়। কানাডার প্রধান ওয়ার মেমোরিয়ালে পাহারারত রক্ষীদের লক্ষ্য করে হামলাকারী গুলি ছোড়ার পর দৌড়ে পার্লামেন্টে ঢুকে পড়ে। হামলাকারীকে হত্যা করা হয়েছে বলে দুইজন পার্লামেন্ট সদস্য দাবি করলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
চলতি সপ্তাহে চোরাগোপ্তা হামলায় এক কানাডীয় সেনা নিহত হওয়ার পর দেশটিতে সন্ত্রাসী হামলার ঝুঁকির মাত্রা বাড়ানো হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই হামলার এ ঘটনা ঘটল। মঙ্গলবারও কিউবিকে দুই সেনাকে গাড়ি দিয়ে আঘাত করে কানাডার ধর্মান্তরিত এক মুসলিম। পরে হামলাকারীকে গুলি চালিয়ে হত্যা করে পুলিশ। গাড়ির ধাক্কায় একজন নিহত ও আরেকজন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় বুধবার সকাল ১০টার দিকে এ গুলি বর্ষণের ঘটনা ঘটে। এক বন্দুকধারীকে অটোয়া ওয়ার মেমোরিয়ালে গুলি করতে দেখার কথা জানিয়েছেন স্থানীয় লোকজন। পরে ওই বন্দুকধারী পার্লামেন্ট ভবনের দিকে দৌড়ে যায়। বিবিসি ও পিটসবার্গ পোস্ট গ্যাজেটের রিপোর্টের আলোকে জানা যায়, এক বন্দুকধারী ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গুলি করে। এরপর সে গুলি করতে করতে পার্লামেন্ট ভবনের ভিতরে প্রবেশ করলে পুলিশ তাকে ধাওয়া করে। এ সময় ৩০ রাউন্ড গুলি বর্ষিত হয়েছে। অপরদিকে,সিবিসি টিভির খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ওই বন্দুকধারী পার্লামেন্ট ভবনের ভিতরে গুলিতে নিহত হয়েছে। তবে তার সঙ্গে আর কেউ ছিল কি না তা পরিস্কার নয়। অটোয়া পুলিশ জানিয়েছে তারা এক বা একাধিক সন্দেহভাজনকে খুঁজছেন। অটোয়া পুলিশের কনস্টেবল মার্ক সসি জানান, প্রায় একই সময়ে রাজধানীর তিনটি স্থানে-ওয়ার মেমোরিয়াল, পার্লামেন্ট হিল ও রাইদিউ শপিং মলে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।