কম্পিউটার হ্যাকিং: এবার শিকার হোয়াইট হাউস!

কম্পিউটার হ্যাকিং: এবার শিকার হোয়াইট হাউস!

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কম্পিউটার নেটওয়ার্কে হানা দিয়েছে হ্যাকারা। এ সময় সেখাকার কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নেয়া হয়েছে। এ কাজের পিছনে রাশিয়া সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন,‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, প্রেসিডেন্ট ভবনের চাকুরিজীবিদের মধ্যে অজ্ঞাত কেউ কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করেছে। সাম্প্রতিক বিভিন্ন হুমকির কারণে এ ঘটনাটিকে উদ্বেগজনকভাবে নিচ্ছি। এ ধরনের ঘটনা প্রতিরোধে আমরা তড়িৎ পদক্ষেপ হাতে নিয়ে থাকি।’তবে কোন ধরনের তথ্য চুরি করে নেয়া হয়েছে তা জানা যায়নি। এ সময় হাউসের নেটওর্য়াক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়াশিংটন পোস্টকে এ কর্মকর্তা আরো জানান, ‘কম্পিউটার নেটওয়ার্কের হ্যাকাররা রাশিয়া সরকারের পক্ষে কাজ করা লোক। সম্প্রতি সপ্তাহগুলোতেই প্রেসিডেন্ট বারাক ওবামার কম্পিউটার নেটওয়ার্কেও অনুপ্রবেশ করে তারা।’ এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ‘প্রতিদিনকার ঘটনা যুক্তরাষ্ট্রের সাইবার হুমকির বিষয়ে ভাবিয়ে তুলছে।’ হোয়াইট হাউস কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশের ঘটনায় কিছু ব্যবহারকারী তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না বলে জানা গেছে। হোয়াইট হাউস-এর এক মুখপাত্র বলেন, ‘আমাদের কম্পিউটার সিস্টেমের কোনপ্রকার ক্ষতি হয়নি। কিছু ক্ষেত্রে নেটওয়ার্কে সংযোগে কিছুটা সমস্যা হয়েছে। যেখানে সমস্যা হয়েছে তা সংযোগ দিতে এবং নেটওয়ার্কের সুরক্ষায় আমরা পদক্ষেপ নিয়েছি।’
[সূত্র : বিবিসি।]

editor