কামারুজ্জামানের রিভিউ পিটিশন করার কোনো সুযোগ নেইঃ অ্যাটর্নি জেনারেল
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘কারা কর্তৃপক্ষ যেকোনো সময় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে পারেন। বিষয়টি নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের ওপর। এ ক্ষেত্রে জেলকোডের বিধানও প্রযোজ্য হবে না। ৫ নভেম্বর (বুধবার) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এসব কথা বলেন তিনি।
মাহবুবে আলম বলেন, ‘কামারুজ্জামানের রিভিউ পিটিশন করার কোনো সুযোগ নেই। তাই যারা রিভিউ পিটিশন করা যাবে বলে কথা বলে, আমি তাদের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ পড়ার কথা বলব।’ তিনি আরো বলেন, ‘রায় কার্যকরের ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায়ের প্রয়োজন নেই। এমনকি আপিল বিভাগের লিখিত আদেশও কারাগারে পৌঁছানোর প্রয়োজন নেই। কারা কর্তৃপক্ষ শুধু জানবে, ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দিয়েছেন। আপিল বিভাগ তা বহাল রেখেছেন। তবে আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন।’