চীন ও সিঙ্গাপুর সফরে রাষ্ট্রপতি

চীন ও সিঙ্গাপুর সফরে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ৯-১৫ নভেম্বর অনুষ্ঠেয় ২০১৪ অ্যাপেক সিইও শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আজ চীনের রাজধানী বেজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন। তিনি ৯ নভেম্বর এশিয়া-প্রশান্ত মহাসাগর অর্থনৈতিক সহযোগিতার (অ্যাপেক) সিইও শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বাসস জানিয়েছে, রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাত ১১টা ৫৫ মিনিটে বেজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতি কতিপয় নন-অ্যাপেক এশীয় দেশের সঙ্গে ‘যোগাযোগ অংশীদারিত্ব জোরদারকরণ’ শীর্ষক সংলাপে ভাষণ দেবেন বলেও আশা করা হচ্ছে। ৮ নভেম্বর অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট জি জিনপিং যোগদান করবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি রাষ্ট্রপতির চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। দেশে ফেরার পথে চিকিৎসার জন্য ১১ নভেম্বর চীন থেকে সিঙ্গাপুর যাবেন রাষ্ট্রপতি।

নিজস্ব প্রতিনিধি