সংঘাত (ফারহানা খানম)

সংঘাত  (ফারহানা খানম)

 

ছবি: ফারহানা খানম।

~~~সংঘাত~~~

—ফারহানা খানম—
**********************************************************************************

অবয়বে নিঃসঙ্গতার মেঘ চোখের কোলে
স্পষ্ট জলের রেখা ,
প্রশ্নমাখা দৃষ্টি ছুড়ে দিয়েই কাজে ডুবে
গেলেন চিত্রকর ।
.কেমন আছেন ? প্রশ করতেই
উত্তর মেলে,
”আজকাল একাকীত্বই ভালোলাগে খুব
যাপিত জীবনের সব অনুষঙ্গ আয়ত্ত করা কঠিন ”
যেন গভীর গহ্বর থেকে উঠে আসা করুন আর্তনাদ!

 

ইজেলে অসম্পুর্ন ছবিটা দেখি
একটা গাংচিল একলা আকাশ; দুরন্ত বাতাসে ফুলে ওঠা
জাহাজের মাস্তুল,সোনালী রোদ্দুর দোল খায়
রুপোলী জলের বুকে…

 

বোঝা যায় উপবাসী দিনেও প্রবল ছিল
জলের তৃষ্ণা ,
স্বেচ্ছা নির্বাসনেও কাটেনি লৌকিকতার মোহ !
সাতন্ত্রের সাথে তাড়নার অবিবার্য সংঘাত!
_______________________________________________________________

অতিথি লেখক