কলকাতা পুলিশের হাতে সাজিদ গ্রেফতার
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় সাজিদ নামে এক বাংলাদেশিকে আটক করেছে কলকাতা পুলিশ। সাজিদ বর্ধমান বিস্ফোরণের ঘটনার ‘মাস্টার মাইন্ড’ বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনআইএ) জানিয়েছে। শনিবার কলকাতা বিমানবন্দর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। সাজিদ জামায়াতুল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য বলে জানা গেছে। বর্ধমান বিস্ফোরণের ঘটনায় সাজিদকে ধরে দেয়ার জন্য ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল।
উল্লেখ্য, গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে শাকিল আহমেদ ও সোবহান মন্ডল নামে দু’জন নিহত হন। বিস্ফোরণের ঘটনায় জেএমবির সংশ্লিষ্টতা ছিল বলে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো দাবি করে আসছিল। এ ঘটনার পর ভারতজুড়ে সতর্কতা জারি ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে কঠোর নজরদারী করা হয়েছিল। এমনকি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছিল।