গণতন্ত্র রক্ষায় সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বেগম জিয়া
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দলের উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ১০ নভেম্বর (সোমবার) রাত ৯ টায় চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সুত্রে জানা যায়, “চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন।” এছাড়া বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখতে কী করা দরকার সে বিষয়ে উপদেষ্টাদের থেকে পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন চেয়ারপার্সন খালেদা জিয়া। বৈঠকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের করণীয় ও দলের সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।
বৈঠকে উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক মাজেদুল ইসলাম, অ্যাডভোকেট আহমদ আযম খান, শাসুজ্জামান দুদু, এ এস এম আবদুল হালিম, মেজর জেনারেল অব. রুহুল আলম চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, জহুরুল ইসলাম, এম এ কাইয়ুম, খন্দকার শহিদুল ইসলাম, ক্যাপ্টেন অব. সুজাউদ্দিন, এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন- মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবদুল মান্নান, ইকবাল হাসান মাহমুদ টুকু, এম মঞ্জুর আলম, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, হারুনার রশিদ খান মুন্নু, রিয়াজ রহমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর অব. মাহমুদুল হাসান, উকিল আবদুস সাত্তার, এম এ মান্নান, ফজলুর রহমান পটল, আব্দুল আউয়াল মিন্টু, অ্যাড. খোন্দকার মাহমুদ হোসেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।