নিউইয়র্কে প্রতিশোধপরায়ণ হয়ে ২ পুলিশকে হত্যা
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০ ডিসেম্বর (শনিবার) দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করার পর আত্মহত্যা করেছে এক বন্দুকধারী। প্রতিশোধপরায়ণ হয়ে এক যুবক এ কাজ করেছে বলে ধারণা করা হয়েছে। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, কোনো ধরনের হুঁশিয়ারি ছাড়াই শনিবার সন্ধ্যায় ব্রুকলিনে পোশাকধারী পুলিশের ওপর হামলা চালানো হয়। এ ঘটনার পর হামলাকারী ওই বন্দুকধারী পাশের একটি সাবওয়ে স্টেশনে দৌড়ে গিয়ে নিজের শরীরে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে ওই বন্দুকধারী তার সাবেক প্রেমিকাকে গুলি করে আহত করে। এ ছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে পুলিশবিরোধী বার্তাও পোস্ট করে সে।
নিউইয়র্কের পুলিশ কমিশনার উইলিয়াম ব্র্যাটন জানান, বন্দুকাধারীর নাম ইসমাইল ব্রিনসলে (২৮) বলে চিহ্নিত করা হয়েছে। পুলিশের পার্ক করা গাড়ির পাশে পথচারীদের চলাচলের স্থান থেকে সে গুলি চালায়। গুলির জন্য সিলভারের তৈরী সেমি-অটোমোটিক হাতবন্দুক ব্যবহার করা হয়। তিনি আরও জানান, গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। নিহতদের নাম রাফায়েল রামোস (৪০) ও ওয়েনজিয়ান লিউ (৩২)। এ ঘটনার পর নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও বলেছেন, যে কেউ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে হুমকিস্বরূপ কোনো পোস্ট দেখলে যেন পুলিশকে জানায়। ধারণা করা হচ্ছে, সম্প্রতি পুলিশের হাতে কৃষ্ণাঙ্গদের নিহত ও এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাদের অব্যাহতির ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই বন্দুকধারী এ হামলা চালিয়েছে।
[সূত্র: খবর বিবিসি ও রয়টার্স]