সম্পর্ক (ফারহানা খানম)

সম্পর্ক (ফারহানা খানম)

~~~সম্পর্ক~~~

—ফারহানা খানম—
*******************************************************************************

স্পষ্ট তিক্ততা ছিল ওই গাম্ভির্যে; তাই প্রশ্ন ওঠে

সম্পর্কের অনিবার্যতা নিয়ে…

নুড়ির সাথে ধুলোর সম্পর্ক জন্ময়ান্তরের

তবে কি ধুলিই বেশি আপন মৃত্তিকার চেয়ে?

এর সদুত্তর মেলেনি কখনো!!

তবুও উত্তর ছিল ধুলোমাখা নবীন ঘাসের বুকে

হেমন্ত শিশিরে আর দুর্বার গোপন মূলে।

>>>

সম্পর্ক, সেতো রোঁয়ার মতন যেমন

আঁকড়ে থাকে ফুলের বিম্বিত কেশর।

পরিনতি! প্রতি পাপড়িতে পাপড়িতে ছুঁয়ে

থাকা ভোরের আলো

অথচ অশুথ্বের পাতার আড়ালে বন্দী আলো

ছায়া হয়ে কাঁদে দিনভর…
_______________________________________________________________

অতিথি লেখক