২৯ ডিসেম্বর সারাদেশে হরতাল

২৯ ডিসেম্বর সারাদেশে হরতাল

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ গাজীপুরে সমাবেশ করতে না দেয়ায় এবং বিএনপির নেতাদের মুক্তি দাবিতে ২৯ ডিসেম্বর (সোমবার) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট। এই একই ইস্যুতে শনিবার গাজীপুরে হরতাল এবং সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালন করেছে জোটটি।

 

২৭ ডিসেম্বর (শনিবার) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা আলমগীর বলেন, গাজীপুরে ২০ দলীয় জোটের পূর্বঘোষিত সমাবেশ করতে না দেয়ায়, সারাদেশে বিক্ষোভ সমাবেশে হামলা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়সহ ২০ দলীয় জোটের নেতাকর্মীর মুক্তি দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হলো। বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন, সরকার পূর্বপরিকল্পিতভাবে ছাত্রলীগ দিয়ে ‘নাটক’ করে ১৪৪ ধারা জারি করে। বিএনপিকে গাজীপুরের ২০ দলীয় জোটের সমাবেশ করতে দেয়নি। অথচ আজ সেখানে পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ জড়ো হয়ে মিছিল করেছে।

নিজস্ব প্রতিনিধি