শৈত্যপ্রবাহ আরও ৩ দিন থাকতে পারে
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিরাজমান শৈত্যপ্রবাহ আরও ৩ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এমনকি শৈত্যপ্রবাহ ধীরে ধীরে অন্য এলাকায় বিস্তার করতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, পৌষ মাসের দ্বিতীয়ার্ধে এসে শুক্রবার ঘন কুয়াশার চাদরে উত্তরী হাওয়ায় তাপমাত্রা কমছে। কোথাও কোথাও শৈত্যপ্রবাহ মাঝারি পর্যায়ে (সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে। তবে বৃষ্টি হলে আবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বিরাজমান শৈত্যপ্রবাহ আরও অন্তত তিনদিন চলতে পারে। এছাড়া ২৯ ডিসেম্বর থেকে ৪ই জানুয়ারি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এসময় তাপমাত্রা একটু বাড়তে পারে। আবহাওয়া অফিস জানায়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ টি মাঝারি থেকে তীব্র ধরণের শৈত্যপ্রবাহ এবং অন্যত্র ২-৩টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।