মিরপুরে পেট্টোল বোমায় দুই সন্তানসহ মা দগ্ধ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় হরতালকারীদের ছোঁড়া পেট্টোল বোমায় দুই সন্তানসহ মা দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধ ৩ জন হলেন- মা সামসুন নাহার (৪৫), তাঁর ছেলে তানজিম ইসলাম (২৪) ও মেয়ে অনিকা আক্তার (১৮)। ছেলে এবং মেয়ে তারা দুজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। ২৮ ডিসেম্বর (রবিবার) রাতে এ বোমা হামলার ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় দগ্ধ সামসুন নাহার সাংবাদিকদের বলেন, “আজ (রবিবার) আমরা সিএনজিযোগে মিরপুরের বাসায় যাচ্ছিলাম। সন্ধ্যা সাড়ে সাত টার দিকে মিরপুর কাজীপাড়া পৌঁছামাত্র আমাদের সিএনজি লক্ষ্য করে দুর্বৃত্তরা একটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে আমি ও আমার ছেলে-মেয়ে আগুনে পুড়ে যাই।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের হাত,পা মুখ পুড়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।