দলে অবদান রাখতে চাইঃ সাকিব
ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ একটা সময় ছিলো যখন বিদেশি কোনো তারকা আসলে বাংলাদেশের মানুষ তাকিয়ে থাকতো। দেখতো তারকরা দেখতে কেমন! এখন ঘটছে উল্টো। সাকিব আল হাসান অস্ট্রেলিয়া যাওয়ার পর তার ক্লাব ফেসবুক অফিসিয়াল পেইজে লেখেছে, ‘দেখো, কে এসেছে আমাদের দেশে!’
অস্ট্রেলিয়ার ঘরোয়া টোয়েন্টি২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ খেলতে সাকিব আল হাসান এখন অস্ট্রেলিয়ায়। বুধবার হোবার্ট হারিকেনসের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে সাকিবের। দুপুর ২টা ৪০ মিনিটে শুরু হবে ম্যাচটি। মাঠে নামার আগে দর্শকদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন বিশ্বসেরা এ টোয়েন্টি-২০ অলরাউন্ডার। রেনিগেডস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘খুব ভাল লাগছে। কালকের (বুধবার) ম্যাচ খেলার অপেক্ষায় আছি। গতবার বিগব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার ভাল অভিজ্ঞতা রয়েছে।’ তিনি বলেন, ;সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার রেনিগেডসের হয়ে ভাল পারফরম্যান্স করতে চাই। আশা করি, দলের জন্য অবদান রাখতে পারব। ব্যাট হাতে ১ রান করলাম বা বল হাতে ১ উইকেট নিলাম কিংবা ফিল্ডিংয়ে ১ রান বাঁচিয়ে দিলাম এসব ব্যাপার নয়; আমি দলে অবদান রাখতে চাই। দল জিতলেই খুশি।’