প্যারিসে পত্রিকা অফিসে হামলাঃ নিহত ১২

প্যারিসে পত্রিকা অফিসে হামলাঃ নিহত ১২

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে চার্লি হেবদো নামে একটি বিদ্রুপাত্মক সাময়িকীর অফিসে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ১২ জন লোক নিহত এবং ৫ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ বলছে, নিহতদের মধ্যে একজন সাংবাদিক ও দুজন পুলিশ রয়েছে। পুলিশ আরো বলছে, বন্দুকধারীরা চিৎকার করে বলছিল, ‘আমরা নবীর হয়ে প্রতিশোধ নিয়েছি।’বন্দুকধারীরা এর পর একটি গাড়িতে করে পালিয়ে যায়। তারা বেরিয়ে যাবার সময়ও একজন পুলিশ আহত হয়। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলন্দ ঘটনাস্থল দেখতে গিয়েছেন। সেখানে তিনি একে একটি ‘বর্বর সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, কালো পোশাক পরা দুজন লোক কালাশনিকভ রাইফেল নিয়ে পত্রিকা অফিসে ঢোকে এবং গুলি ছুঁড়তে শুরু করে। অন্তত ৫০ রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। এর পর সেখান থেকে লোকজন পালাতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। পত্রিকাটি তার সবশেষ টুইটে ইসলামিক স্টেট নেতা আল-বাগদাদিকে নিয়ে একটি কার্টুন প্রকাশ করেছিল। এই আক্রমণের পর আক্রমণকারীদের খোজে অভিযান শুরু হয়েছে এবং সারা প্যারিস জুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। চার্লি হেবদো পত্রিকাটি আগেও হামলার শিকার হয়েছিল। ২০১১ সালের পত্রিকাটি ইসলামের নবী মুহাম্মদকে তাকে ‘প্রধান সম্পাদক’ বলে উল্লেখ করার পর পত্রিকাটির অফিসে বোমা হামলা হয়। এর পরের বছর পত্রিকাটি আবার নবী মুহাম্মদের একটি কার্টুন প্রকাশ করে। ২০০৬ সালেও এই পত্রিকাটি ড্যানিশ পত্রিকায় প্রকাশিত নবী মুহাম্মদকে নিয়ে আঁকা কার্টুন পুনর্মৃদ্রণ করেছিল, এবং তখন থেকেই তারা সবার নজরে আসে। ফ্রান্সের বর্ণবাদবিরোধী আইনে পত্রিকাটির বিরুদ্ধে মামলা হওয়া সত্বেও তারা বিতর্কিত কার্টুন প্রকাশ চালিয়ে গেছে। সাময়িকীটির সম্পাদক পুলিশ প্রহরায় থাকেন।

আন্তর্জাতিক ডেস্ক