সংলাপঃ বিএনপি আগ্রহী,আওয়ামীলীগের ‘না’

অপরদিকে, লাগাতার হরতাল-অবরোধ চালিয়ে যাওয়া বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা মধ্যবর্তী নির্বাচনের দাবি বিএনপি করে আসছে, সে বিষয়েও কোনো ধরনের ছাড় না দেয়ার অবস্থানে আওয়ামী লীগ অনড় রয়েছে। এই অবস্থায় বিএনপির সঙ্গে আলোচনার কোনো প্রয়োজনীয়তা নেই বলে ক্ষমতাসীন এ দলের নেতারা জানিয়েছেন। ১৪ জানুয়ারী (মঙ্গলবার) আওয়ামী লীগের এক সেমিনারে দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বিএনপি লিখিত দিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেন, আলোচনা হতে পারে নির্বাচনী আইন ও নির্বাচন কমিশনকে আরো কীভাবে শক্তিশালী করা যায়, সে বিষয় নিয়ে। তবে এইচটি ইমামের এই মন্তব্যের পর আলোচনার সম্ভাবনার একটা গুঞ্জন তৈরি হয়। কিন্তু বুধবার আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সেই সম্ভাবনা নাকচ করে দেন। আওয়ামীলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার বা অনির্বাচিত কোনো সরকার ব্যবস্থায় আর ফিরে যাবে না আওয়ামীলীগ। এ বিষয়ে দলটি যে কঠোর অবস্থান নিয়েছে, সে অবস্থান থেকে সরে আসবে না বলে ওই নেতারা জানান। আওয়ামীলীগ নেতারা আরো জানান, উচ্চ আদালতের রায়ের পর নবম সংসদে সংবিধান সংশোধনের সময় বিষয়টি চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে এখন নতুন করে চিন্তা-ভাবনা বা আলোচনার করার কিছু নেই।