গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা

গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ফৌজদার হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে ব্যাপক নাশকতার ঘটনা ঘটেছে। ১৫ জানুয়ারী (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে মহাসড়কে চলাচলকারী কমপক্ষে তিনটি গাড়িতে আগুন এবং ১০/১২টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আগুন দেয়া গাড়ির মধ্যে একটি যাত্রিবাহী সিএনজি অটোরিক্সাও রয়েছে। আগুনে সিএনজি অটোরিক্সার ভিতরে থাকা পাঁচ যাত্রী অগ্নিদগ্ধ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে দুর্বৃত্তদের ১৫/২০ জনের একটি দল আকস্মিকভাবে সীতাকুন্ডের ফৌজদার হাট এলাকার ফকির হাট এবং ওভারব্রীজ এলাকায় একটি কাভার্ডভ্যান, একটি ট্রাক এবং একটি সিএনজি অটোরিক্সায় আগুন ধরিয়ে দেয়। এর পর দুর্বৃত্তরা এলোপাথারী গাড়ি ভাঙচুর শুরু করে। সিএনজি অটোরিক্সায় আগুন দেওয়া হলে এর পাঁচ যাত্রী অগ্নিদগ্ধ হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে গাড়িতে আগুন দেয়ার পর দুর্বৃত্তরা বাস, ট্রাক, সিএনজি অটোরিক্সাসহ কমপক্ষে ১২টি গাড়ি ভাংচুর করেছে। এই নাশকতার ঘটনার পর রাত সাড়ে ১১টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

নিজস্ব প্রতিনিধি