সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ দেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার কমিশন ১৬ জানুয়ারী (শুক্রবার) এক বিবৃতিতে এই আহ্বান জানায়। বিবৃতিতে মানবাধিকার কমিশন বাংলাদেশে অব্যাহত সহিংসতার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এতে আরো বলা হয়েছে, দেশের বড় দুই রাজনৈতিক দল আলাপ-আলোচনার মাধ্যমে বিবাদ মেটাতে ব্যর্থ হওয়ায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। সব রাজনৈতিক দলের প্রতি সংযম প্রদর্শন এবং অবিলম্বে সহিংসতা বন্ধেরও আহ্বান জানানো হয় এই বিবৃতিতে। বিশেষ করে, যেভাবে নির্বিচারে গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।
মঙ্গলবার একটি গাড়িতে এ রকম হামলায় এক শিশুসহ চারজন পুড়ে মারা যাওয়া এবং বিএনপির এক উপদেষ্টার গাড়িতে হামলার কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বাংলাদেশের সবশেষ এই রাজনৈতিক সংঘাতের সময় যেসব হত্যাকাণ্ড হয়েছে, তার সবগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করে জাতিসংঘ মানবাধিকার কমিশন বলে, ‘সরকার বা সরকারের বাইরে যারাই এসব ঘটনার পেছনে থাক, আমরা চাই কর্তৃপক্ষ অবিলম্বে এসবের নিরপেক্ষ এবং কার্যকর তদন্তের উদ্যোগ নেবে।’ বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার এবং আটকের ক্ষেত্রে সরকার যেন স্বেচ্ছাচারিতার আশ্রয় না নেয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় নেয়া সব পদক্ষেপে যেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন না ঘটে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বানও জানানো হয়েছে।