এভাবে একটা দেশ চলতে পারে নাঃ প্রধানমন্ত্রী

এভাবে একটা দেশ চলতে পারে নাঃ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়, তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ জানুয়ারী (শনিবার) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই’র জন্য নির্মিত বহুতল ভবনের উদ্বোধন শেষে কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, অন্তঃস্বত্ত্বা নারী থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কেউই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এভাবে একটা দেশ চলতে পারে না। বিএনপি-জামায়াত জোট আন্দোলন করতে চাইলে মাঠে নেমে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করুক। আন্দোলনের নামে দেশের জঙ্গি ও সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না। এনএসআইকে শক্তিশালী করতে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, ১৯৯৬-২০০১ মেয়াদে আমরা এ সংস্থাকে আরও শক্তিশালী করতে এবং এর গুণগত মান বাড়াতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করি। অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি ও যানবাহন ক্রয়, প্রশিক্ষণের ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ নেই। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামাত জোট ক্ষমতায় এসে আমাদের নেয়া কর্মসূচিগুলো বন্ধ করে দেয়।

নিজস্ব প্রতিনিধি