দুর্বৃত্ত হামলায় ৫ পুলিশ আহত

দুর্বৃত্ত হামলায় ৫ পুলিশ আহত

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর দারুসসালাম, সায়েন্সল্যাব ও মৎস্যভবন এলাকায় তিনটি যানবাহনে আগুন দেয়া হয়েছে। ১৭ জানুয়ারী (শনিবার) রাত রাত ৯টার দিকে দুর্বৃত্তরা যানগুলোতে আগুন দেয়। এর মধ্যে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িতে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়লে এক উপপরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ছাড়া দারুসসালাম ও সায়েন্সল্যাব এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগে, শনিবার রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা মৎস্য ভবনের সামনের সড়কে পুলিশ সদস্যদের বহনকারী গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে গাড়িতে আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা পুলিশের উপপরিদর্শক আজাদ, গাড়ির চালক মোর্শেদ, কনস্টেবল লিখন, শিপন ও শামীম অগ্নিদগ্ধ হন। এরমধ্যে শামীমের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শাহবাগে মোড়ে দায়িত্বপালন শেষে পুলিশ সদস্যরা গাড়িতে করে রাজারবাগ পুলিশ লাইনে ফিরছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, শামীমের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এদিকে দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে বিকেল সোয়া ৫টার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হলে স্থানীয়রা তা নিভিয়ে ফেলে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আগুন লাগার বিষয়টি তিনি শুনেছেন। আগুন লাগার কারণ পেট্রলবোমা নাকি অন্য কোনো ঘটনা- তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সায়েন্সল্যাব এলাকায় সিটি কলেজের সামনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিনিধি