শীতের তীব্রতা বাড়তে পারে

শীতের তীব্রতা বাড়তে পারে

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আগামী ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের চার বিভাগে হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে শীতের তীব্রতাও বাড়তে পারে। আগামী দু একদিনের মধ্যে দেশের মধ্যাঞ্চলে শৈত্য প্রবাহের আশংকা রয়েছে। ১৭ জানুয়ারী (শনিবার) আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা পেতে পারে। শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সাথে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে শনিবারের বৃষ্টির কারনে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে শীতের তীব্রতা বেড়েছে। মাঘ মাসের শুরুতে গুরি গুরি বৃষ্টিতে জনজীবনে বিরুপ প্রভাব পড়েছে। রাজধানীতে দিনভর আকাশ ছিল মেঘলা। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। শনিবার ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। শনিবার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি