মারা গেছেন কোকোঃ শোকে নিথর খালেদা জিয়া

মারা গেছেন কোকোঃ শোকে নিথর খালেদা জিয়া

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা গেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল গুলশান কার্যালয়ে সাংবাদিকদের জানান, ২৪ জানুয়ারী (শনিবার) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে কোকোকে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন কোকো। ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পরের দিন চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি। থাইল্যান্ড যাওয়ার পর গ্রেফতারি পরোয়ানা থাকায় সেখান থেকে মালয়েশিয়ায় চলে যান কোকো। গত বছর বড় ভাই তারেক রহমান লন্ডন থেকে সিঙ্গাপুর গেলে সেখানে দুই ভাইয়ের সর্বশেষ দেখা হয়। খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে তার গুলশানের কার্যালয়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যুর খবরে শোকে নিস্তব্ধ হয়ে পড়েছেন তার মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। চেয়ারপার্সনের গুলশান সূত্র  জানায়, আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যুর খবরে নিথর হয়ে পড়েছেন খালেদা জিয়া। চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, “প্রথমে ভাইয়ের স্ত্রী’র (কোকোর মামী) কাছে দুঃসংবাদটি শোনেন খালেদা। এরপর ম্যাডামের (খালেদা) কী অবস্থা– তাতো বুঝতেই পারছেন। খবরটি পেয়ে প্রথমে খালেদা বুঝতে পারছিলেন না কিছু। পরে যখন নিশ্চিত হলেন যে, সন্তান হারিয়েছেন তিনি, মানসিক আঘাতে নিস্তব্ধ হয়ে পড়েন তিনি।”

নিজস্ব প্রতিনিধি