৪ গাড়িতে আগুন বহু আহত
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপির নেতৃত্বধীণ ২০ দলীয় জোটের টানা অবরোধে শনিবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাত সাড়ে ১১টায় এ খবর লেখা পর্যন্ত ৪ গাড়িতে আগুন দেয়া হয়েছে। এছাড়া ককটেল বিস্ফোরণে ২ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে এ খবর জানা গেছে।
রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে ৫০-৬০ গজ দূরে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। কার্যালয়ের দক্ষিণ পাশে ককটেল দুটির বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলের কাছাকাছি পুলিশ থাকলেও কাউকে আটক করা যায়নি। রাত সাড়ে ৮টার দিকে বংশালে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। পরবর্তীতে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আজিমপুর থেকে গাজীপুর চলাচলকারী (ঢাকা মেট্রো-জ ১১-২৮৫৩) বাসটিতে আগুন দিয়ে পালিয় যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে। রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণে মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদ সেলিম (৩৩) ও ক্যামেরাপারসন মোয়াজ্জেম হোসেন (২৬) আহত হয়েছেন। এ সময় সন্দেহভাজন দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা। আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।