সন্ন্যাস বোধে (ফারহানা খানম)

সন্ন্যাস বোধে (ফারহানা খানম)

কবি: ফারহানা খানম।

~~সন্ন্যাস বোধে~~
—ফারহানা খানম—
*******************************************************************************
খুব ক্ষতি হয়নি তাই না!
এই যে একটা নদী কালের কপোলে
টোকা দিয়ে গড়ে গেল শুধু বালুচর!
>>>
বলতে পার ভালোই হোল
অর্বাচীন নদী গড়িয়ে দিল অনর্থক ক্রোধে আর
আরাধ্য জল নেমে গেল বহুদূর সন্ন্যাস বোধে।
>>>
বালিয়াড়িতে এখন শতেক শতেক বাঁক
ভাষ্কর্য হয়ে প্রবল রোদে পরে আছে
অভিমানী জল চলে গেছে
সেই কথাটাই বার বার বোঝাতে চাইছি
আরাধ্য জল নেমে গেল বহুদূর সন্ন্যাস বোধে।
>>>
তোমার তীব্রস্বরে বাজে স্রোতের অর্কেস্ট্রা
ঘন নীল শাড়িতে গাম্ভির্জের আল্পনা আঁকে ঢেউ
আলগা বাঁধন কেটে দুখের পায়রা ওড়ে সুখে।
>>>
বলতে পারো ভালই হোল জোর হাওয়া এলে
জল আর ধুলো
মিশে যাবে আদি বাসে নদীর অতলে
সেই কথাটাই জলভ্রম মরুঝড়
আরাধ্য জল নেমে যাক বহুদূর সন্ন্যাস বোধে।
_______________________________________________________________

অতিথি লেখক